
ট্যাংক ভরে জ্বালানি দিচ্ছে না কেন ফিলিং স্টেশন
গ্রাহকদের কাছে জ্বালানি তেল ডিজেল ও অকটেনের বিক্রি কমিয়ে ফেলেছে রাজধানীর অন্যতম ব্যস্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ফিলিং স্টেশন। গত মঙ্গলবার দুপুরে ফিলিং স্টেশনটিতে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩ হাজার টাকার ডিজেল বা অকটেন বিক্রি করা হচ্ছে । জ্বালানি বাচানোর জন্যই এমনটি করা হচ্ছে বলছেন ট্রাস্টের কর্মীরা।
তবে এখন অবদি ট্রাস্ট ছাড়া রাজধানীর অন্য চারটি ফিলিং স্টেশনে আগের মতোই জ্বালানি তেল বিক্রি করছে। তবে, রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো যেভাবে জ্বালানি তেলের বরাদ্দ কমিয়ে যাচ্ছে , তাতে জলদি বিক্রি সীমিত অথবা স্টেশন একটি নির্দিষ্ট সময় বন্ধ রাখার পরিকল্পনা করা হতে পারে বলেও জানা গেছে।
সুত্র : প্রথম আলো