নন-ক্যাডারেও পদ বেছে নেওয়া যাবে
শূন্য পদের তালিকার ভিত্তিতে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। এতে মেধাতালিকায় এগিয়ে থেকেও অনেক সময় পছন্দের পদ পান না প্রার্থীরা।

নন-ক্যাডারেও পদ বেছে নেওয়া যাবে
আগামী ৪৫তম বিসিএস থেকে সাধারন ক্যাডারের মতো নন-ক্যাডারেও ইচ্ছামত পদ বেছে নেওয়া যাবে। বর্তমানে চাকরিপ্রার্থীরা, শুধু পছন্দের ক্যাডারের পদ নির্বাচন করতে পারেন। নন-ক্যাডারের পদের নিয়োগ দেওয়া হয় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) শূন্য পদের তালিকার মোতাবেক৷
পিএসসির একটি সূত্র বলছেন, নন-ক্যাডার নিয়োগ বিধিমালা সংশোধন করা হবে, ৪৫তম বিসিএস থেকে আবেদনের শুরুতে ক্যাডারের মতো নন-ক্যাডারেও পছন্দের পদ নির্বাচনের সুযোগ রাখা হবে । ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী নভেম্বর মাসে জারি করা হতে পারে বলে জানা গেছে৷
সুত্র : প্রথম আলো